Profile picture for user imamhasan01
Bangladesh

"মহান বিজয় দিবস - ২০২৩"

বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়।[১] নয় মাস মুক্তি যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। ২০২৩ সালের ১৬ ই ডিসেম্বরে আমাদের ইনস্টিটিউটে পতাকা উত্তোলন হয়। তারপর জেলা স্টেডিয়ামে আয়োজিত কুজকাওয়াজ ও ডিসপ্লেতে আমরা অংশগ্রহণ করি।
Topics
Better Choice
Clean Energy
Civic engagement

Share via

Share