
মানিকগঞ্জ সৃজন ওপেন রোভার স্কাউট গ্রুপের বিপি দিবস
স্কাউটের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের ১৬৬তম জন্মদিন মানিকগঞ্জে পালিত হয়েছে। মানিকগঞ্জ সৃজন ওপেন রোভার স্কাউটের আয়োজনে আজ রাতে শহরের বেউথা এলাকায় এই জন্মদিন পালিত হয়। জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রোভার সম্পাদক মোঃ আয়ুব খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কামরুদ্দিন রেজা, মোঃ কাবুল উদ্দিন খান, রোভার সরকার মাসুদ, আক্তারজ্জামান শাহীন, শিখা আক্তার, লৎফন্নেসা লাবণ্য প্রমুখ।
Location
Topics
Inner peace and spirituality
Youth Engagement
Youth Programme
SDGS
Initiatives
Health and Wellbeing