Profile picture for user sifat ahmed
Bangladesh

কলেজ ক্যাম্পাসে বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি...

সহযোগিতাই সফলতার একমাত্র পথ। গাছ লাগিয়ে যত্ন করি সুন্দর প্রজন্মের দেশ গড়ি। এই মনোভাব নিয়ে কাজী আজিমউদ্দিন কলেজ রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। উক্ত বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ হারুন অর রশিদ হাওলাদার সহ-সভাপতি গাজীপুর জেলা রোভার অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি কাজী আজিমউদ্দিন কলেজ রোভার স্কাউট গ্রুপ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মোশতাক আহমেদ সহকারী কমিশনার গাজীপুর জেলা রোভার এবং গ্রুপ সম্পাদক ও রোভার স্কাউট লিডার কাজী আজিমউদ্দিন কলেজ রোভার স্কাউট গ্রুপ গাজীপুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক জনাব আহসান উল্ল্যাহ বিপ্লব স্যার রোভার স্কাউট লিডার কাজী আজিমউদ্দিন কলেজ রোভার ইউনিট (খ)। ও আরও উপস্থিত ছিলেন কাজী আজিমউদ্দিন কলেজের শিক্ষকবৃন্দ ও রোভার সদস্য সদস্যগণ। গাছ লাগিয়ে যত্ন করি সুন্দর প্রজন্মের দেশ গড়ি।
Topics
Mental health
Healthy Planet
Nature and Biodiversity

Share via

Share