হাইকিং কি? হাইকিং এর বিস্তারিত
Profile picture for user MD.BAPPY_1
Bangladesh

হাইকিং কি? হাইকিং এর বিস্তারিত

হাইকিং কি : স্কাউটিং এর outing কার্যক্রমের অন্যতম হচ্ছে Hiking . মূলত: হাইকিং হচ্ছে প্রাকৃতিক পরিবেশে অনেক সময় পাহাড়ি বা সমতল এলাকায় দৃষ্টি নন্দন পরিবেশে পায়ে চলা রাস্তা বা হাইকিং ট্রেইল ধরে একটি নির্দিষ্ট দূরত্ব বা সময় পায়ে হাটাকেই হাইকিং বলে I স্কাউটিংয়ে গ্রূপ কমিটি,দল নেতা বা স্কাউট মাস্টার এর অনুমতিক্রমে স্কাউট নীতি ও পরিভ্রমণ এর নিয়ম মেনে একটি নির্দিষ্ট দূরত্ব পায়ে হেটে অতিক্রম করে রাস্তার মানচিত্র ও ভ্রমণ রিপোর্ট স্কাউট মাস্টার বা গ্রূপ কমিটিকে প্রদান করার মাধ্যমেই একটি সফল হাইকিং শেষ হয় I হাইকিং এর উদ্দেশ্য : প্রাকৃতিক পরিবেশ ও নানা নিদর্শন পর্যবেক্ষণের মাধ্যমে হাইকিং হৃদ রোগের ঝুঁকি কমায়, ব্লাড প্রেশার উন্নত করে ও ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে, হাড্ডির ডেন্সিটি ঠিক রাখে, কারণ হাইকিং একটি ভার বহনকারী শরীরচর্চা I নানা রকমের হাইকিং পথ : ১. পায়ে চলা পথ ২. মেঠোপথ ৩. পাকা বা ইটের রাস্তা ৪. বড় রাস্তা ৫. প্রাকৃতিক রাস্তা ৬. পাহাড়ি রাস্তা ৭. নানা কাজের ব্যবহারের রাস্তা ৮. কোনো রাস্তা ছাড়াই সমতল ,পাহাড়ি , বা বন্ধুর ভূমি যেখানে নানা বাধা যেমন জলাশয় থাকতে পারে I হাইকিং এর সময় কাল : স্কাউটিংয়ে সাধারণত: একটি স্ট্যান্ডার্ড হাইকিং এ ঘন্টায় ৩ মাইল + একহাজার ফিট উপরের দিকে উঠার জন্য আরো এক ঘন্টার একটি হিসেবে ধরা হয় I হাইকিং টিমের দায়িত্ব বন্টন : ১. দলনেতা ২. কম্পাস রিডিং ৩. রিপোর্ট লগ বুক /ফিল্ড বুক সংরক্ষক ৪. প্রাথমিক প্রতিবিধানকারী ৫. ফিল্ড বুক/রুট ম্যাপ ৬. কদম মাপা ৭. কোয়ার্টার মাস্টার বা খাদ্য ও পানীয় সংরক্ষণ ও বণ্টনকারী I এরকম প্রয়োজন অনুযায়ী নানা দায়িত্ব বন্টন করে নিতে হবে এবং হাইক কালীন সেই দায়িত্ব পালন করতে হবে I সংক্ষিপ্ত পরিকল্পনা : গন্তব্য স্থান যাত্রারম্ভের স্থান , সময় , তারিখ পরিকল্পিত দুরুত্ব ডে হাইক হলে সূর্যাস্তের আগে হাইক শেষ করে ফিরে বাসায় পৌঁছুতে হবে ওভার নাইট মানে রাত্রি যাপন সহ হাইক হলে রাত্রি যাপনের স্থান, তাবু, স্লিপিং ব্যাগ, শোয়ার ব্যবস্থা , রাতের পাহারা, বাথরুম এগুলো আগে থেকেই পরিকল্পনায় ও ব্যবস্থাপনায় থাকতে হবে I আর যদি সারভাইভাল হাইক হয় , তাহলে তো অবস্থা বুঝে ব্যবস্থা I হাইক কালীন কদম মাপা, বাক গুলোতে ডিগ্রী মাপা, কত কদম পর কত ডিগ্রিতে বাক নিলো, আশে পাশের দর্শনীয় স্থান, নিদর্শন, ব্রিজ , কালভার্ট , বিলডিং , দোকান পাট , বাড়ি ঘর, ল্যান্ড মার্ক, এগুলোর নোট নিতে হবে I তাছাড়া আবহাওয়া কেমন, বাতাসের গতি বেগ কেমন, ট্রাফিক আইন মেনে পথ চলা, একজন আরেকজনের নিরাপত্তার খেয়াল রাখা , এগুলো হাইকের অংশ I হাইকিংকালীন জুতা, কাপড়, টুপি , রেইন্ কোট, লাঠি, ব্যাগপ্যাক , আরো কিছু প্রয়োজনীয় দ্রব্যাদি সাথে থাকা জরুরি I হাইক শেষে ফিরে এসে পরবর্তীতে ম্যাপ তৈরী করে , তাতে দুরুত্ব, ল্যান্ড মার্ক, ডিগ্রি এগুলো সংযুক্ত করে হাইক ম্যাপ এবং হাইক কালীন সকল বিবরণ সহ হাইক রিপোর্ট স্কাউট মাস্টার এর নিকট পেশ করতে হবে I
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Legacy BWF
Good Governance
Global Support Assessment Tool
Communications and Scouting Profile
Partnerships
Growth

Share via

Share