Profile picture for user mafrudhasan04
Bangladesh

গাজীপুর জেলা রোভার এর বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৩

গাজীপুর জেলা রোভার এর আয়োজনে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৩। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করেন জনাব মাসুদা সিকদার কমিশনার গাজীপুর জেলা রোভার। এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মোঃ মোফাজ্জল হোসেন এ এল টি কোষাধ্যক্ষ গাজীপুর জেলা রোভার এবং রোভার স্কাউট লিডার ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ রোভার স্কাউট গ্রুপ। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি তে গাজীপুর জেলা এর সকল ইউনিট এর রোভারগন অংশগ্রহন করেন। *রোভার মাফরুদ* কাজী আজিমউদ্দিন কলেজ রোভার স্কাউট গ্রুপ
Location
Topics
Better Choice
Healthy Planet
Youth Programme

Share via

Share