Profile picture for user mafrudhasan04
Bangladesh

Fire And Rescue Volunteer Training

গাজীপুর জেলা রোভার এর আয়োজনে গাজীপুর এর জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশন এ আয়োজিত হয় এক ৩ দিন ব্যাপি ফায়ার এন্ড রেসকিউ ভলান্টিয়ার ট্রেনিং। উক্ত ট্রেনিং এ ৫০ জন রোভার ও ১০ জন রোভার এডাল্ট লিডার অংশগ্রহন করেন। উক্ত ট্রেনিং এ কিভাবে আগুন লাগে এবং কিভাবে তা থেকে পরিত্রান পাইয়া যায় তা শেখানো হয় এবং ভূমিকম্প সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের প্রতিরক্ষামূলক প্রস্তুতি দেওয়া হয়। এতে দূর্যোগের সময় ফায়ার সার্ভিস এর পাশাপাশি রোভার ভলান্টিয়ার রা কাধে কাধ মিলিয়ে কাজ করতে পারবে এবং দূর্যোগ মোকাবেলা করতে সক্ষম হবে। *রোভার মাফরুদ* কাজী আজিমউদ্দিন কলেজ রোভার স্কাউট গ্রুপ। BS Id: BY2585
Location
Topics
Better Choice
Peacebuilding
Responsible consumption

Share via

Share