Profile picture for user this.is.asraful
Bangladesh

দক্ষতা অর্জন কোর্স - ২০২৩

অ্যামেচার রেডিও বা হ্যাম রেডিও পরিচালনা করা মূলত একটি শখ। শখের বিষয় হলেও জ্ঞানর্জনের সুযোগ আছে। এটি একটি বিজ্ঞানমনস্ক শখ বিধায় ইলেকট্রোনিক্সসহ বেতার তরঙ্গ নিয়ে প্রচুর অধ্যায়নের সুযোগ মেলে। এই প্রকল্পটি ক্রিস্টাল ওপেন স্কাউটস এর ডেন এ পরিচালিত হয় এবং পরিচালনা করেন ক্রিস্টাল ওপেন স্কাউটস এর রোভার স্কাউট লিডার । বিজ্ঞানমনস্ক শখ বিধায় ইলেকট্রোনিক্সসহ বেতার তরঙ্গ নিয়ে প্রচুর অধ্যায়নের সুযোগ মেলে রোভার স্কাউটদের এবং তারা এই বিষয়ে জানতে আরো আগ্রহী হয়ে উঠে । মানসিক সাস্থ্য নিয়ে নানা ধরনের ছোট খাটো বিষয় সম্পর্কে অবগত হয় যা একজন মানুষের বাস্তব জীবনে খুব এই দরকার কিভাবে নিজেকে স্টাবল রাখা যায় । অ্যামেচার রেডিও কি কাজে ইউজ করা হয় এবং কিভাবে পরিচালনা করতে হয় এছাড়া রেডি পরিচালনার জন্য কিভাবে লাইসেন্স পেতে হবে তা সম্পর্কে অবগত হই । অফিস ব্যাবস্থাপনা ক্লাসে জানতে পারি অফিস এর কাজ গুলো করা যায় এবং মানসিক সাস্থ্য সুরক্ষা সম্পর্কে অবগত হই কতটা দরকার ।
Topics
Youth Engagement
Youth Programme
Communications and Scouting Profile

Share via

Share