Course for Rover Scouts on Law & Policy
বাংলাদেশ স্কাউটসের বিধি বিভাগের আয়োজনে রোভার স্কাউটদের অংশগ্রহণে জাতীয় স্কাউট ভবনের শামস হলে বিধি, প্রবিধান ও নীতিমালা বিষয়ে এক দিনের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন ড. মোঃ শাহ কামাল, কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস। কোর্স লিডারের দায়িত্ব পালন করেন মোঃ আনোয়ারুল ইসলাম সিকদার, এনডিসি, জাতীয় কমিশনার (বিধি)। রিসোর্স পার্সন হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন ফেরদৌস আহমেদ, জাতীয় কমিশনার (এআইএস), ব্যরিস্টার মঈন ফিরোজী, জাতীয় উপ কমিশনার (বিধি), হামজার রহমান শামীম, উপ পরিচালক (আইসিটি)। উদ্বোধনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কে এম সাইদুজ্জামান, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক, বাংলাদেশ স্কাউটস।
দিনব্যাপী আয়োজনটিতে রিসোর্স পার্সনগণ বাংলাদেশের সংবিধান, বিচার ব্যবস্থা, সেইফ ফ্রম হার্ম নীতিমালা, সোশাল মিডিয়ার ব্যবহার এবং বাংলাদেশ স্কাউটসের গঠন ও নিয়ম নিয়ে অংশগ্রহণকারী রোভারদের সাথে আলোচনা করেন।