ভিটামিন-এ প্লাস ক্যাম্পিইন-২০২৩
**ভিটামিন-এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান**
এই প্রতিপাদ্য নিয়ে, সারা বাংলাদেশে একযোগে ভিটামিন-এ প্লাস ক্যাম্পিইন ২০-০২-২০২৩ ইং তারিখে আমরাও যোগ দিয়েছি।
এই কর্মসূচিতে ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুদের ১টি করে নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ১টি করে লাল রঙের 'এ' ক্যাপসুল খাওয়ানোর কথা। ভিটামিন 'এ' দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে; রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়।
শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর উপকারিতা-
১. শিশুর রাতকানা ও অন্ধত্ব রোগ প্রতিরোধ করে।
২. শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৩. অন্ধত্বের চারটি প্রধান কারণের মধ্যে ভিটামিন 'এ'-এর অভাবজনিত কর্ণিয়ার রোগ ও কর্ণিয়ার ক্ষত অন্যতম। এই ভিটামিনটির অভাবে আপনার শিশু রাতকানা হয়ে চিরদিনের জন্য অন্ধ হয়ে যেতে পারে।
৪. এই ভিটামিন দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৫. ত্বক ও শ্লৈষ্মিক ঝিল্লির স্বাস্থ্যরক্ষার কাজ করে। দেহ বৃদ্ধি, বিশেষ করে দেহের অস্থি কাঠামোর বৃদ্ধি প্রক্রিয়ার সঙ্গে ভিটামিন 'এ'-এর সংযোগ রয়েছে।
৬. ভিটামিন 'এ' জীবাণু সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে।