বৃক্ষরোপণ কর্মসূচি
গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। পৃথিবীতে গাছ না থাকলে কেউ বেঁচে থাকতে পারবে না। গাছ আমাদের অক্সিজেন দেয়।
বৈশ্বিক তাপমাত্রা কমাতে গাছ লাগানোর বিকল্প নাই। গাছের ছায়া আমাদের পরম পাওয়া। যেখানে গাছ কম, সেখানে গরম বেশি। বিশ্বের তাপমাত্রা বেড়ে গেলে বরফ গলে সমুদ্র তীরবর্তী মানুষ আশংকায় পড়ে যাবে। দুঃসময়ে গাছ অর্থনৈতিক সম্পদে পরিনত হয়।
❝একটি হলেও বৃক্ষরোপণ
করবো জনে জনে
সবুজ দেশের সুস্থ বাতাস
লাগুক সবার প্রাণে❞