
বিশ্ব পরিবেশ দিবস ০৫ জুন ২০২৪ উৎযাপন।
অদ্য ০৫ জুন ২০২৪ খিস্ট্রাব্দ তারিখে জেলা প্রশাসন, গাজীপুর এবং পরিবেশ অধিদপ্তর, গাজীপুর এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। এবারের আয়োজনের প্রতিপাদ্য বিষয়: "করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা (Land Restoration, Desertification and Drought Resilience)"
বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপনের অংশ হিসেবে সকাল ৯.০০ ঘটিকায় একটি বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুরে এসে শেষ হয়।
উক্ত র্যালীতে জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর; জনাব আবিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), গাজীপুর; জনাব মোঃ মামুনুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর; জনাব মোঃ নয়ন মিয়া, উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা রোভার ও
স্কাউট সদস্য এবং গাজীপুর সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
র্যালী সমাপনান্তে নাটমন্দির, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর-এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব মোঃ মামুনুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর ও সহ-সভাপতি বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভার।
এছাড়া, বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন জনাব কাজী শফিকুল আলম, বিপিএম (বার), পুলিশ সুপার, গাজীপুর।
জনাব আবু তোরাব মোঃ শামসুর রহমান, উপ-পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
জনাব অধ্যাপক এম. এ বারী, সাবেক অধ্যক্ষ, গাজীপুর সরকারি মহিলা কলেজ
ও সহ-সভাপতি বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল।
জনাব ড. মোঃ সালমান, ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), গাজীপুর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ নয়ন মিয়া, উপ-পরিচালক, পরিবেশ অধিদপ্তর, গাজীপুর।
পরিশেষে, বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
বিশেষভাবে উল্লেখ্য যে, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগত অতিথিদের প্রত্যেককে শুভেচ্ছা স্মারক হিসেবে পরিবেশবান্ধব গাছ উপহার দেওয়া হয়।
"উক্ত কার্যক্রমকে বাস্তবায়নের লক্ষ্যে সেচ্ছাসেবক হিসেবে সহায়তা করি আমারা কাজী আজিমউদ্দিন কলেজ রোভার স্কাউট গ্রুপ"।