Profile picture for user this.is.asraful
Bangladesh

বেসিক ফটোগ্রাফি প্রশিক্ষণ কোর্স - ২০২৩

একজন স্কাউট কিংবা রোভার স্কাউট বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহন করে সেই প্রোগ্রাম সফল ভাবে সম্পূর্ণ করে , উক্ত প্রোগ্রাম সম্পর্কে ইয়াং জেনারেশন কে জানাতে এবং আগ্রহ করতে একটি সুন্দর ছবির প্রয়োজন হয় । ইয়াং জেনারেশন কে অনুপ্রাণিত করতে বেসিক ফটোগ্রাফি কোর্স আমাকে অনুপ্রাণিত করে কোর্সে অংশগ্রহন করতে । ন্যাশানাল স্কাউট ট্রেইনিং সেন্টার গাজীপুর এ অবস্থিত উক্ত স্থানে বেসিক ফটোগ্রাফি কোর্স হয় জনসংযোগ ও মার্কেটিং বিভাগ , বাংলাদেশ স্কাউটস এর তত্তাবধায়নে । বেসিক ফটোগ্রাফি কোর্সে অংশগ্রহন করা সকলে এখন ছবি তুলার বেসিক সম্পর্কে অবগত হয়েছে এবং সফলতার সাথে যে কোন প্রোগ্রামের স্কাউট কার্যক্রম এর ছবি তুলে ইয়াং জেনারেশনের কাছে তুলে ধরতে পারবে। ফটোগ্রাফি করার জন্য সাধারনত বেসিক কিছু রুলস এর প্রয়োজন হয় যার মাধ্যমে একটি ছবির সুন্দর্য ফুটে উঠে ।
Topics
Youth Engagement
Youth Programme
Communications and Scouting Profile

Share via

Share