
বার্ষিক তাঁবুবাস এবং দীক্ষা অনুষ্ঠান ২১মে ২০২৪
''দীক্ষা স্কাউটিং এর প্রবেশ দ্বার। আর আত্মশুদ্ধি নিজেকে পরিশোধিত করে সৎ ও সত্যবাদী গড়ে তোলা এই মন্ত্রে উজ্জীবিত হয়ে দীক্ষা গ্রহণ করল ৩০ জন সহচর।"
অনুষ্ঠিত হলো কাজী আজিমউদ্দিন কলেজ রোভার স্কাউট ইউনিটের ৪৩ তম দীক্ষা অনুষ্ঠান।
উক্ত দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রফেসর মোঃ হারুন অর রশিদ হাওলাদার স্যার।
সহ-সভাপতি বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভার
অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি
কাজী আজিমউদ্দিন কলেজ রোভার স্কাউট গ্রুপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোফাজ্জল হোসেন (ALT)
কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভার।
উপস্থিত ছিলেন জনাব মোশতাক আহমেদ স্যার সহকারী কমিশনার বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভার ও গ্রুপ সম্পাদক,কাজী আজিমউদ্দিন কলেজ রোভার স্কাউট গ্রুপ।
উক্ত দীক্ষা কার্যক্রম পরিচালনা করেন
জনাব আহসানউল্লাহ বিপ্লব স্যার
রোভার স্কাউট লিডার (খ)
এবং জনাব চিত্রা সাহা ম্যাম
রোভার স্কাউট লিডার ( গার্ল- ইন রোভার )
কাজী আজিমউদ্দিন কলেজ রোভার স্কাউট গ্রুপ।
এবং সকল সিনিয়র রোভার মেট, রোভার মেট,সহকারি রোভার মেট ও সদস্যগণ.....
Location
Topics
Good Governance
Humanitarian action
Inner peace and spirituality
SDGS