বার্ষিক তাবুবাস ও দীক্ষা ২০২৩
স্কাউটিং একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবক মূলক সংগঠন।
স্কাউটিং একজন মানুষকে সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।
নবগত সহচর হিসেবে ভর্তি হওয়ার পরে।ছয় থেকে নয় মাস রোভার প্রোগ্রাম অনুযায়ী সহচর পর্যায়ের সিলেবাস সম্পন্ন করার পর। আত্মশুদ্ধি ও যথাযথ মূল্যায়ন এরপরে উত্তীর্ণ সদস্যদের তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে একজন সহচর পরিপূর্ণ রোভার স্কাউট সদস্যের মর্যাদা লাভ করে।
প্রতিটি স্কাউট এর জীবনে দীক্ষা অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
রোভার পল্লী ডিগ্রী কলেজ কর্তৃক আয়োজিত দীক্ষা অনুষ্ঠানের কিছু স্থির চিত্র নিচে প্রদর্শন করা হলো
Location
Topics
Communications and Scouting Profile
Growth
Interpersonal skills
SDGS