
বার্ষিক গ্রুপ ক্যাম্প ২০২৪-ফেনী পলিটেকনিক রোঃস্কাঃ
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত হয় বার্ষিক গ্রুপ ক্যাম্প ২০২৪ ( জানুয়ারি ২৩-২৫ )। আমার স্কাউটিং জীবনের প্রথম গ্রুপ ক্যাম্প ছিল এটি। জীবনের এক নতুন অধ্যায় যেন খুলে গেল এই কয়েক দিনের অভিজ্ঞতায়। দলগতভাবে কাজ করা, নতুন কিছু শেখা, আত্মনির্ভরশীল হওয়া—সবই ছিল নতুন এবং চিরস্মরণীয়। ভোরে ঘুম থেকে ওঠা, সকালে বিপি পিটি, অ্যারোবিক্স তারপর সমাবেশ, সারাদিনের বিভিন্ন চ্যালেঞ্জ, হাইকিং রাতে ক্যাম্পফায়ার, প্রতিটি কাজ ছিল যেন আনন্দ আর শেখার মিশ্রণ। প্রথমবারের মতো দায়িত্ব নিয়ে কাজ করেছি, সবার সাথে মিশেছি ,কখনো নেতৃত্ব দিয়েছি, আবার কখনো শিখেছি। এই ক্যাম্প আমাকে আরও দায়িত্ববান ও আত্মবিশ্বাসী করে তুলেছে। সত্যিই, না ভোলার মতো কিছু মুহূর্ত উপহার দিয়েছে এই ক্যাম্প!