বার্ষিক গ্রুপ ক্যাম্প-২০২১ - এর তাবু জলসা
গত ১৯ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখে রাজধানী ঢাকার নিকটবর্তী প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত পরিবেশে কৃষিবিদ সিটি, কমলাপুর, বিরুলিয়া, সাভারে টাইগার শার্ক ওপেন এয়ার স্কাউট গ্রুপ - এর "বার্ষিক গ্রুপ ক্যাম্প-২০২১" অনুষ্ঠিত হয় এবং গত ২২ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখে ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপনী হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাজমুল হক নাজু, জাতীয় কমিশনার (এক্সটেনশন স্কাউটিং), বাংলাদেশ স্কাউটস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপাল বড়ুয়া,
প্রতিষ্ঠাতা ও সভাপতি, ব্রাইট গ্রীন এনার্জি ফাউন্ডেশন এবং জনাব ড. আলী আফজাল, ব্যবস্থাপনা পরিচালক, কৃষিবিদ গ্রুপ। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্যাম্প চীফ জনাব মোঃ আসাদুজ্জামান, উপ-পরিচালক (উপসচিব), গভঃ প্রিন্টিং প্রেস।
উক্ত ক্যাম্পে মোট ১১ টি চ্যালেঞ্জের মধ্যে ১১ নং ছিলঃ অগ্নি শিখায় আনন্দ মেলা।
সারাদিনের ক্লান্তি ভুলে কিছুটা আনন্দ সময় অতিবাহিত করায় তাঁবুজলসার কোনো বিকল্প নেই। স্কাউট ক্যাম্পের সবচেয়ে আকর্ষণীয় চ্যালেঞ্জ মহা তাঁবুজলসা। ক্যাম্পে অংশ গ্রহণ কারী রোভার ও স্কাউটরা প্রতিদিন তাবু জলসায় অংশ গ্রহণ করে। তবে শেষ দিনের তাবু জলসাকে বলা হয় মহা তাবুজলসা।
ক্যাম্পে অংশগ্রহণ কারী রোভার ও স্কাউটরা উপদল ভিত্তিক ও যৌথ ভাবে মহাতাবুজলসায় অংশগ্রহণ করে।
#Group_Camp_2021
#TSOASG