বার্ষিক গ্রুপ ক্যাম্প-২০২১
ত ১৯-২২ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখে রাজধানী ঢাকার নিকটবর্তী প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত পরিবেশে কৃষিবিদ সিটি, কমলাপুর, বিরুলিয়া, সাভারে টাইগার শার্ক ওপেন এয়ার স্কাউট গ্রুপ - এর "বার্ষিক গ্রুপ ক্যাম্প-২০২১" অনুষ্ঠিত হয়।
গ্রুপ ক্যাম্পের আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করেন জনাব মোহাম্মদ আতিকুজ্জামান রিপন, জাতীয় কমিশনার (প্রোগ্রাম), বাংলাদেশ স্কাউটস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. আলী আফজাল, ব্যবস্থাপনা পরিচালক, কৃষিবিদ গ্রুপ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্যাম্প চীফ জনাব মোঃ আসাদুজ্জামান, উপ-পরিচালক (উপসচিব), গভঃ প্রিন্টিং প্রেস।
স্বাস্থ্য সচেতনতার দিক খেয়াল রেখে যথাযথ সর্তকতা মেনে উক্ত ক্যাম্পটি পরিচালিত হয়ে থাকে।
উক্ত গ্রুপ ক্যাম্পে অত্র গ্রুপের ৪ টি ইউনিট অংশগ্রহণ করে। গ্রুপ ক্যাম্পকে আনন্দদায়ক ও উপভোগ্য করার উদ্দেশ্যে অংশগ্রহণকারীদের জন্য আকর্ষণীয় করার লক্ষ্যে ১১ টি চ্যালেঞ্জের মাধ্যমে ক্যাম্পের প্রোগ্রাম সাজানো হয়।
#Group_Camp_2021
#TSOASG