বাংলাদেশ স্কাউটস ডে ২০২৩
⚜৮ই এপ্রিল, বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৩!⚜️
১৯৭২ সনের ৮ এপ্রিল বাংলাদেশে স্কাউটিংয়ের সূচনা দিবস হিসেবে ২০২২ সাল থেকে ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস দিবস উদ্যাপন করা হচ্ছে। ১৯৭৪ সালে বিশ্ব স্কাউটস সংস্থার ১০৫ তম সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল 'বাংলাদেশ স্কাউটস সমিতি'।
প্রথম থেকেই বাংলাদেশ স্কাউটস দেশের প্রতিটা ক্রান্তিলগ্নে কাজ করে যাচ্ছে। সেবাকে হৃদয়ে ধারণ করে দেশ মাতৃকার সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ স্কাউট।
" স্কাউটিং করবো,স্মার্ট বাংলাদেশ গড়বো" প্রতিপাদ্যে ৮ই এপ্রিল 'বাংলাদেশ স্কাউট, ঢাকা জেলা নৌ' উজ্জাপন করে “বাংলাদেশ স্কাউট দিবস ও ডে ক্যাম্প”। পালন করা হয় গাছ লাগান কর্মসূচি।
বাংলাদেশকে সুন্দর, সমৃদ্ধ স্মার্ট করতে প্রতিনিয়ত কাজ করে যাবে বাংলাদেশ স্কাউটস।
সকলকে বাংলাদেশ স্কাউটস দিবসের শুভেচ্ছা।