Profile picture for user sayel5kazi
Bangladesh

আর্থ আওয়ার ২০২৪ উদযাপন।

জলবায়ু পরিবর্তনএবং পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সচেতনতা সৃষ্টির জন্য বিশ্ব জুড়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এটি হল 'আর্থ আওয়ার'। এটি হল 'আর্থ আওয়ার' (Earth Hour)। 'আর্থ আওয়ার' হল বছরের একটি নির্দিষ্ট দিনে এক ঘণ্টা বাড়িঘর-সহ বিভিন্ন জায়গার আলো নিভিয়ে রাখা। আর্থ আওয়ার ২০২৪ উদযাপন বাংলাদেশ স্কাউটস, ডামুড্যা উপজেলার স্কাউট -এর স্কাউটগণ উদযাপন করেন আর্থ আওয়ার ২০২৪ এবং বাংলাদেশ স্কাউটস, স্পেশাল ইভেন্টস বিভাগ -এর প্রেরিত ওয়াগল ২৩ মার্চ স্কাউটদের মাঝে বিতরন করেন, মোঃ ফারুক আহামেদ, বাংলাদেশ স্কাউটস, ডামুড্যা উপজেলা। এবং আমরা ননস্কাউট ৫০ জন এর মত লোকদের Earth Hour ২০২৪সম্পর্কে ধারণা প্রদান করি। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সচেতনতা সৃষ্টির জন্য বিশ্ব জুড়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এটি হল 'আর্থ আওয়ার' (Earth Hour)। 'আর্থ আওয়ার' হল বছরের একটি নির্দিষ্ট দিনে এক ঘণ্টা বাড়িঘর-সহ বিভিন্ন জায়গার আলো নিভিয়ে রাখা। আমাদের এক ঘন্টার এই ছোট পদক্ষেপ জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ ও প্রকৃতি রক্ষায় বেপক ভূমিকা পালন করে।এই ছোট ছোট পদক্ষেপ নেওয়ার মাধ্যম আমরা পুরো পৃথিবীবাসি উপকৃত হব |
Topics
Clean Energy
Healthy Planet
Humanitarian action

Share via

Share