Profile picture for user imamhasan01
Bangladesh

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো একুশে ফেব্রুয়ারি বাংলাদেশসহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস, যা ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়।[১] তবে এটি ২০০২ সালে ৫৬/২৬২ নীতি গ্রহণের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এটি শহীদ দিবস হিসাবেও পরিচিত। এ দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালে এইদিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন। যাঁদের মধ্যে রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত উল্লেখযোগ্য এবং এই কারণে এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে। এই দিবস উপলক্ষে রাজশাহ জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত 'জাতীয় জীবনে একুশের চেতনা' শীর্ষক আলোচনা সভা, পরিষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ হতে ৫ জন রোভার সেচ্ছাসেবক হিসাবে অংশ গ্রহণ করি।
Topics
Better Choice
Communications and Scouting Profile
Entrepreneurship

Share via

Share