
আমিও সুনাগরিক দায়িত্বশীল নাগরিকত্ব কর্মশালা
United Nations Development Programme in Bangladesh'র উদ্যোগে ও সহায়তায়, কুইজার্ডস এবং Bangladesh Scouts'র আয়োজনে আমিও সুনাগরিক দায়িত্বশীল নাগরিকত্ব কর্মশালার তৃতীয় কর্মশালাটি ২০ নভেম্বর অনুষ্ঠিত হয় জাতীয় স্কাউট ভবনে।
কর্মশালায় নাগরিক দায়িত্ব, অধিকার, কর্তব্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিষয়গুলো উপস্থিত স্কাউট সদস্যদের কাছে উপস্থাপন করা হয়।যার মাধ্যমে স্কাউট সদস্যরা বুঝতে পেরেছে কিভাবে সুনাগরিক হতে হবে।
কর্মশালার শেষভাগে স্কাউটরা দায়িত্বশীল নাগরিক হিসেবে কাজ করার শপথ করেন।
Location
Topics
Communications and Scouting Profile
Youth Engagement
Health lifestyles
SDGS