Profile picture for user sifat ahmed
Bangladesh

"অক্সিজেনের রাজ্য গড়ি জন্মভূমি সবুজে ভড়ি"

"অক্সিজেনের রাজ্য গড়ি জন্মভূমি সবুজে ভড়ি" উষ্ণ আবহাওয়া ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বৃক্ষরোপণের কোন বিকল্প নাই, তাই এই মনোভাব নিয়ে ঢাকা বন বিভাগের আয়োজনে এবং গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল এম.পি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আনিসুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুর এবং সভাপতি গাজীপুর জেলা রোভার। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান বলেন,পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষার একমাত্র পথ -এসডিজি’র মাধ্যমে সবুজ অর্থনীতি গড়া। সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার মাধ্যমে দেশের সবুজ উন্নয়ন নিশ্চিত করে পরিবেশগত সুরক্ষা এবং জীববৈচিত্র রক্ষায় সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানান। গ্রিন হাউস গ্যাস ইফেক্টের কারণে জলবায়ুর পরিবর্তন ঘটছে। এই পরিস্থিতিতে টেকসই উন্নয়নের মাধ্যমে সবুজ অর্থনীতি গড়ার পথই একমাত্র বিকল্প। তিনি আরো বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়ন, দূষণমুক্ত, পরিবেশ বান্ধব ও টেকসই সবুজ অর্থনীতি গড়তে হলে আমাদের পরিবেশ সংরক্ষণকে মূল ধারায় নিয়ে আসতে হবে। তিনি প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে পরিবেশগত প্রভাব ভালোভাবে নিরূপণ করে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্যও সংশ্লিষ্টদের আহবান জানান। তিনি দেশকে সবুজে সবুজে ভরে তোলা এবং। প্রত্যেকে অন্তত একটি করে বনজ, ফলজ ও ঔষধি চারা রোপণ করা এবং সবুজ অর্থনীতি নির্ভর ক্ষধা ও দারিদ্রমুক্ত জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে এগিয়ে যাওয়ার আহবান জানান। অনুষ্ঠান শেষে সকলের মাঝেই একটি করে গাছের চারা বিতরণ করা হয়। এই বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন সফল করার লক্ষে সার্বিক সহযোগিত করেছি আমরা কাজী আজিমউদ্দিন কলেজ রোভার স্কাউট গ্রুপ এর সদস্য বৃন্দ।
Topics
Better Choice
Communications and Scouting Profile
Peacebuilding

Share via

Share