Profile picture for user fahim muntashir
Bangladesh

আইন বিধি ও নীতি বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স ২০২২

গত ১৯ নভেম্বর ২০২২ তারিখে বাংলাদেশ স্কাউটস বিধি বিভাগের আয়োজনে রোভার স্কাউটদের জন্য আইন, বিধি ও নীতি বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স আয়োজন করা হয়। বাংলাদেশ স্কাউটস এর সদর দফতরের শামস হলে এই আয়োজন করা হয়। উক্ত কোর্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ শাহ কামাল, কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস। উক্ত কোর্সে আমরা বাংলাদেশের বিভিন্ন আইন সম্পর্কে ধারণা পাই। সাধারণ নাগরিকের জন্য এসব প্রাথমিক আইন কানুন জানা প্রয়োজন বলে আমি মনে করি। আমাদের এই কোর্সটি দিনব্যাপী চলে।
Topics
Civic engagement
Good Governance
Youth Programme

Share via

Share