৪১তম দীক্ষা অনুষ্ঠান
হয়ে গেল বার্ষিক দীক্ষা অনুষ্ঠান ২০২৩।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা রোভার এর কোষাধ্যক্ষ জনাব মোঃ মোফাজ্জল হোসেন (এ এল টি) অনুষ্ঠানটি পরিচালনা করেন কাজী আজিমউদ্দিন কলেজ রোভার ইউনিট এর গ্রুপ সম্পাদক জনাব মোশতাক আহমেদ স্যার , রোভার স্কাউট লিডার জনাব আহসানউল্লাহ বিপ্লব স্যার এবং গার্ল ইন রোভার স্কাউট লিডার জনাব চিত্রা সাহা ম্যাম। আরো উপস্থিত ছিলেন কাজী আজিমউদ্দিন কলেজ রোভার স্কাউট গ্রুপ এর সিনিয়র রোভার মেট গন , রোভার মেট গন এবং সকল সদস্য বৃন্দ।
*রোভার মাফরুদ *
কাজী আজিমউদ্দিন কলেজ রোভার স্কাউট গ্রুপ
Location
Topics
Better Choice
Communications and Scouting Profile
Responsible consumption
SDGS