
"৩৫৮তম রোভার স্কাউট লিডার বেসিক কোর্স"এ সেচ্ছাসেবক
"৩৫৮-তম রোভার স্কাউট লিডার বেসিক কোর্স" এ আমি সেচ্ছা সেবক হিসেবে কাজ করেছি ৪.দিন ।কোর্স টি অনুষ্ঠিত হয় মানিকগঞ্জ সরকারি মহিলা কেলেজে ।আমরা ৫ জন সেচ্ছা সেবক সেখানে কাজ করেছি । আমরা ১০ জন প্রশিক্ষক এবং ২৭ জন প্রশিক্ষনার্থী দের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি । আমাদের কোর্স চলাকালিন সময় আমরা কোর্স এলকায় ই অবস্থান করি ।
কোর্সের সুরু হয় ৮ ডিসেম্বর সকাল ১০ টায় এবং উৎবধন করেন
★ জনাব মুহাম্মদ আব্দুল লতিফ
জেলাপ্রশাসক মানিকগঞ্জ ও সভাপতি বাংলাদেশ স্কাউটস মানিকগঞ্জ জেলা রোভার।
উপস্থিত ছিলেন-
★ জনাব সানোয়ারুল হক
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহ-সভাপতি, বাংলাদেশ স্কাউটস, মানিকগঞ্জ জেলা রোভার।
ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন-
★ প্রফেসর ড. মোঃ রেজাউল করিম
কমিশনার, বাংলাদেশ স্কাউটস, মানিকগঞ্জ জেলা রোভার।
এবং কোর্স এর সময় পরিদর্শক হিসবে উপস্থিত হন DNC এবং সম্পাদক বাংলাদেশ স্কাউট রোভাট আঞ্চল.।
কোর্সি সমাপ্তি হয় মহা তাবুজলসার এবং সমাপনী অনুষ্ঠানে মাধ্যমে ।
Location
Topics
Growth
Interpersonal skills
Leadership
SDGS
Initiatives
Skills for Life