Profile picture for user MD SOJIB HOSSAIN_1
Bangladesh

৩৩ তম দীক্ষা ও তাঁবু বাস -২০২৫

গত ৮ ই জানুয়ারি থেকে ১০ ই জানুয়ারী পর্যন্ত, টংগী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ কর্তৃক ৩৩ মত রোভার স্কাউট দীক্ষা ও তাঁবু বাস ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই দীক্ষা অনুষ্ঠান এর মাধ্যমে ২৫ জন রোভার ও গার্ল-ইন রোভার স্কাউট স্কাউটিং এর সেবার মন্ত্রে দীক্ষা গ্রহন করে। উক্ত অনুষ্ঠানে প্রাথমিক প্রতিবিধান, হাইকিং, পাওনিয়ারিং,সমাজ সেবা ও সমাজ উন্নয়ন ইত্যাদি বিষয়ে হাতে কলমে শেখানো হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর রফিকুল ইসলাম অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি টংগী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ। এছাড়া বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুস সালাম এলটি, মো.মোফাজ্জল হোসেন এলটি, বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভার এর অন্যান্য স্কাউট নেতা ও ইউনিটের বর্তমান ও সাবেক রোভার, সিনিয়র রোভার মেট গন।
Topics
Communications and Scouting Profile
Good Governance
Peacebuilding

Share via

Share