
৩২ তম এপিআর ১১ তম জাতীয় স্কাউট জাম্বোরী ২০২৩।
৩২ তম এশিয়া প্যাসিফিক ও ১১ তম বাংলাদেশ জাতীয় স্কাউট জাম্বোরী ২০২৩ অনুষ্ঠিত হয় গত ১৯-২৭ জানুয়ারি, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে। উক্ত জাম্বোরীর উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্রী ডাঃ দীপু মনি। এখানে ৭ হাজার স্কাউটের অংশগ্রহণে জাম্বোরী অনুষ্ঠিত হয়। এছাড়াও স্বেচ্ছাসেবক হিসেবে রোভাররা উক্ত জাম্বোরীতে অংশগ্রহণ করে। ১১ টি এলান এর সমন্বয়ে জাম্বোরী প্রোগ্রাম সাজানো হয়।
আমি ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ থেকে জাম্বোরীতে রিটেইল ম্যানেজমেন্ট সার্ভিসে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করি। ২৫ তারিখে৷ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সেখানে ১১ দিন অবস্থান করি এবং ২৭ তারিখে জাম্বোরীর আনুষ্ঠানিক সমাপ্তির পর আমরা জাম্বোরী এরিয়া ত্যাগ করি।