২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উৎযাপন  -২০২১
Profile picture for user aruptripura108@gmail.com_1
Bangladesh

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উৎযাপন -২০২১

গত ২৫/০৩/২০২১ ইং রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের প্রদীপ প্রজ্বলন ও বাংলাদেশের মানচিত্র অঙ্কনের মাধ্যমে পালিত হয়। উক্ত প্রদীপ প্রজ্বলনে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান স্যার, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া স্যার সহ বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ এবং কর্মচারীবৃন্দ,রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আরএসএলবৃন্দ, রোভার ও গার্ল-ইন- রোভারবৃন্দরা।
Topics
Personal safety
Legacy BWF
Good Governance
Communications and Scouting Profile

Share via

Share