যানযট নিরাময়।

শহরের চৌরাস্তা মোড়, প্রেসক্লাব চত্বর, বাসস্ট্যান্ড এলাকা, খাদ্য গুদাম মোড়, বারোয়ারি বটতলা ও পোস্ট অফিস মোড়ে দাঁড়িয়ে কয়েকজন স্কাউট সদস্য। ওইসব গুরুত্বপূর্ণ পয়েন্টে চালকরা বিভিন্ন যানবাহন বিশৃঙ্খলভাবে গ্যারেজ করার চেষ্টা করলেই বাধা দিচ্ছেন তারা। এছাড়াও শহরের গলি পথে বিভিন্ন দোকানের সামনে সিএনজি, ভ্যান, রিক্সা প্রবেশ করতে চাইলে সেখানেও বাধা দিচ্ছেন। তারা চালকদের কেন্দ্রীয় হেলিপ্যাড মাঠে সব ধরনের যানবাহন গ্যারেজ করার কথা বলছেন। এ
চাঁদপুর পৌর শহরে কোথায় ট্রাফিক পুলিশ নাই। উপজেলাবাসীকে যানজটের কারণে ভোগান্তি পোহাতে হয়।কিছু দিন যানজট বেড়ে যায়। ফলে চাঁদপুর রোভার স্কাউট দলের ১৮ জন সদস্য স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে যানজট নিরসনে কাজ করে চলেছেন।
মাত্র এক দিনেই তারা তাড়াশ পৌর শহরের যানজট নিরসনে সফল হয়েছেন। এখন শহর মূখো সব মানুষ তাদের দৈনন্দিন প্রয়োজনে নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। এদিকে যানজট নিরসনে রোভার স্কাউট সদস্যদের সময়পযোগী কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
এ প্রসঙ্গে সম্পদক রোভার চাঁদপুর এর মুহাম্মদ নজরুল হোসেন বলেন, স্কাউট দলের উদ্যোগ অবশ্যই প্রশংসার যোগ্য। পড়ালেখার পাশাপাশি মানুষ ও মানবতার কল্যাণে এ ধরনের কাজ তাদের সামাজিক মূল্যবোধ জাগিয়ে তুলতে ও বিবেকবান মানুষ হয়ে গড়ে উঠতে সহায়তা করবে।
Started Ended
Number of participants
20
Service hours
1080
Beneficiaries
50
Location
Bangladesh
Topics
Good Governance
Humanitarian action
Personal safety
Initiatives
Health and Well-being
Peace and Community Engagement

Share via

Share