
যানজট মোকাবেলায় ট্রাফিকে সহায়তা
বাংলাদেশ যানজটের অন্যত্তম একটি দেশ।এটি আমাদের দীর্ঘ দিনের সমস্যা।দেশের নৈরাজ্যের কারণে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে যানজটের সমস্যা দেখা দেয়।তাই যানবাহন চলাচল স্বাভাবিক করার উদ্দশ্যে উদ্যোগ গ্রহন করি।
জেলা রোভারের পক্ষ থেকে আমরা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সকলে ভাগ হয়ে যায়।যাতে সব যায়গায় যানবাহন চলাচল সচল রাখতে পারি। যেন কোনো যায়গায় দূর্ঘটনা বা অতি যানজট সৃষ্টি না হয়।ট্রাপিক নিয়ম অনুসারে যানজট কমানোর চেষ্টা করি।পাশাপাশি মটর সাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারে অনুরোধ জানায়।তাছাড়া সাধারন জনগনকে রাস্তা পারাপারে সহায়তা করি।
রোভারের মোটো সেবা।দেশের এ অবস্থায় পাশে দাড়াতে পেরে নিজেকে গর্বিত মনে করি।একতাই বল।সকলের যৌথ প্রচেষ্টায় আমরা অনেকাংশেই যানজট মোকাবেলায় সক্ষম।আর সকলের ভালোবাসা মনে গেথে রাখার মত।।