Vitamin A capsule project 2018
ভিটামিন এ ক্যাপসুল বিতরণ ২০১৮।
বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
এর মধ্যে ৬-১১ মাস বয়সী প্রায় ৫'শ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আইইউ মাত্রা) এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় ১ হাজার শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আইইউ মাত্রা) খাওয়ানো হয়।
#OBHAY #VitaminA #MoP