Profile picture for user nusratjahankhan
Bangladesh

Vitamin A Capsule Campaign

ভিটামিন-এ ক্যাপসুল সপ্তাহ শুরু হবার পর আমরা ১২জন রোভার এই কার্যক্রম এ অংশগ্রহন করি। অবগত করি আশে পাশের মানুষ দের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে। 

এই কার্যক্রম শুরু থেকে আমরা জনসাধারণের মাঝে মাইকিং করে বার্তা পাঠিয়েছি। যাতে যথা সময়ে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে সক্ষম হোন। এবং ভিটামিন-এ এর অভাবে রোগ থেকে শিশুরা মুক্ত হোন।

প্রতিটি শিশুদের যথা সময়ে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে হবে। এরি ধারাবাহিকতায় আমরা জনসাধারণের মাঝে বার্তা দিয়েছি এবং প্রতিদিন ভিটামিন-এ ক্যাপসুল সপ্তাহ চলাকালীন সময়ে নির্দিষ্ট স্থানে গিয়ে শিশুদের জেনো ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে পারেন। এতে সমাজের মানুষ সচেতন হবেন।

মানিকগঞ্জ সদরে ৭নং ওয়ার্ডে আমরা এই কার্যক্রম পরিচালনা করি, ৪০জন শিশুকে আমরা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে সক্ষম হই। এবং মাইকিং করি যাতে সকলে এই বিষয়ে অবগত হোন এবং তাদের শিশুদের যথাসময়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে সক্ষম হোন। এতে শিশুরা ভিটামিন-এ এর অভাবে রোগ থেকে মুক্তি পাবেন। আমরা সকাল ৯টা থেকে ৫টা অব্দি এই কার্যক্রম পরিচালনা করি। 

Started Ended
Number of participants
12
Service hours
24
Beneficiaries
40
Location
Bangladesh
Topics
Good Governance
Growth
Mental health

Share via

Share