Virtual Eid Adda 2020
গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপ এর অায়োজনে ভারচুয়াল ঈদ অায়োজন আজ ২৭ মে ২০২০ বিকাল ৫ টায় জুম এপস এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান এ অামাদের সাথে যুক্ত হন জনাব মোঃ সফিকুল ইসলাম এলটি আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ) বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চল। এছাড়াও বিভিন্ন ইউনিটএর সদস্য বৃন্দ ও গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপ এর কাব, স্কাউট, রোভার ও লিডার বৃন্দ। করোনা পরিস্থিতি ও অামাদের ঈদ এই বিষয় গুলো নিয়ে একটি সুন্দর বিকাল ও ঈদ অায়োজনে অংশগ্রহণ করার জন্য সকল কে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।