Tree Care
আমাদের জেলার স্কাউট ভবনের আশেপাশে খালি জায়গায় গাছ লাগানো হয়, কিন্তু পরিচর্যা করা হয় না। যত্ন না পেলে গাছ মরে যাবে। এই থেকে এটা নিয়ে কাজ করার ইচ্ছে জাগে।
জেলা প্রতিনিধি এর সাথে আলোচনা করে জানানো হয়, এতে করে প্রতিটি ইউনিট ই এগিয়ে আসবে। অত পর সিদ্ধান্ত নেওয়া হলো জেলার প্রতিটি প্রতিষ্ঠান এর রোভার ইউনিট ৩দিন করে স্কাউট ভবনে গাছে পানি দিবে এবং আগাছা পরিষ্কার করবেন।
গাছ পরিচর্যা এর ফলে এবং আগাছা পরিষ্কার করাতে গাছ ভালো থাকে, পরিবেশ সুন্দর লাগে দেখতে। পরিবেশ এর ভারসাম্য বজায় থাকে।
এই প্রজেক্ট বাস্তবায়ন এর ফলে এক সঙ্গে প্রতিটি ইউনিট ঐক্যবদ্ধ ভাবে কাজ করে গিয়েছে। কারন গাছ লাগানোর পর যথাযথ পরিচর্যা করা হয়না।