Traffic Week : Scouts Are Aware Of The Public To Obey Rraffic Rules And Assist The Police In This Task.
"নিরাপদ সড়ক চাই" আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশ স্কাউটস ও বাংলাদেশ পুলিশ মিলে ৫ই আগস্ট থেকে ১৪ই আগস্ট ২০১৮ পর্যন্ত সারা বাংলাদেশে ট্রাফিক সপ্তাহ পালন করে। সড়কে বিশৃঙ্খলা রোধ, ট্রাফিক আইন মেনে চলা ও রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ ব্যবহারে জনসাধারণকে সচেতন করার জন্য বাংলাদেশ পুলিশকে সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ স্কাউটসের রোভার স্কাউটবৃন্দরা কাজ করে থাকে।
আমরা লালবাগ ওপেন স্কাউট গ্রুপের রোভাররা (অন্য ইউনিটসহ)এই দশদিন দৈনিক ২০-২৫জন রোভার ঢাকার হাইকোর্ট মাজার মোড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে ট্রাফিকের কাজ করেছি। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সেবা প্রদান করেছি।