Tax Fair - 2019
"সবাই মিলে দিব কর, দেশ হবে স্বনির্ভর" এই প্রতিপাদ্য নিয়েই জাতীয় রাজস্ব বোর্ড প্রতিবারের ন্যায় এবারো "জাতীয় আয়কর মেলা ২০১৯" এর আয়োজন করেছে। বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা এয়ার এর রোভার স্কাউটসগণ আয়কর মেলা ২০১৯ এ ঢাকাসহ ৫ টি জেলায় সাফল্যের সাথে সেবা প্রদান করেন। ঢাকা, কুমিল্লা , ফেনী , নোয়াখালী , চাঁদপুর এই ৫ টি জেলায় একই সময় এ সার্ভিস প্রদান করেন। এয়ার রোভাররা প্রতিদিন আয়কর মেলায় অভ্যর্থনা, সচিবালয়, প্রটোকল, তথ্য প্রদান,রিটার্ন সহায়তা সহ সার্বিক শৃঙ্খলার কাজ করে। টাইগার শার্ক ওপেন এয়ার স্কাউট গ্রুপ এবং ঢাকা জেলা নৌ এর রোভার গন এই সেবায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় মেডিকেল টিম এর পাশাপাশি বাংলাদেশ স্কাউটস এর এয়ার, নৌ এবং কুমিল্লা জেলার রোভার স্কাউটগণ সার্বিক সহযোগিতায় বিশেষ ভূমিকা রেখেছে।
#Tax_Fair2019