
তৃণমূলে রোভারিং ১ম পর্ব
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত লাইভ অনুষ্ঠান "তৃণমূলে রোভারিং"। আজ অনুষ্ঠানের প্রথম পর্বে আমাদের সাথে সংযুক্ত হয়েছে "নারায়ণগঞ্জ জেলা রোভার"।
.
আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন:
• জনাব এ.এস.এম. মুস্তফিজুর রহমান, পি.আর.এস, এ.এল.টি,
সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা রোভার।
• জনাব শরীফ মোহাম্মদ আরিফ মিহির, উডব্যাজার,
কমিশনার, নারায়ণগঞ্জ জেলা রোভার,
জাতীয় পুরস্কার প্রাপ্ত যুব-সংগঠক।
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল থেকে আমাদের সাথে যুক্ত আছেন:
• ড. কে.এম.এ.��ম. সোহেল, এলটি,
যুগ্ম-সম্পাদক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল।
• প্রফেসর এ.কে.এম. সেলিম চৌধুরী,
সম্পাদক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন:
• জনাব মো. ফসিউল্লাহ্
মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর,
জাতীয় উপ-কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য), বাংলাদেশ স্কাউটস,
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, নারায়ণগঞ্জ জেলা রোভার।
অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের অফিসিয়াল
ফেসবুক পেইজ: Bangladesh Scouts, Rover Regi
আজকের অন��ষ্ঠানে থাকছে নারায়ণগঞ্জ জেলা রোভা��ের পক্ষ থেকে বিশেষ পুরষ্কার সেরা কমেন্টকারী এবং সর্বোচ্চ শেয়ারকারী এর জন্য। পুরষ্কার পাওয়ার নিয়মাবলী-
১।গঠন্তান্ত্রিক প্রশ্ন করতে হবে।
২।শেয়ার করতে হবে স্কাউটিং সংশ্লিষ্ট সকল গ্রুপে এবং শেয়ার এর স্ক্রিনশট আমাদের পেজের ইনবক্সে পাঠাতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।