তৃণমূলে রোভারিং ১ম পর্ব
Profile picture for user Mahbubur rahman Hredoy_1
Bangladesh

তৃণমূলে রোভারিং ১ম পর্ব

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত লাইভ অনুষ্ঠান "তৃণমূলে রোভারিং"। আজ অনুষ্ঠানের প্রথম পর্বে আমাদের সাথে সংযুক্ত হয়েছে "নারায়ণগঞ্জ জেলা রোভার"। . আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন: • জনাব এ.এস.এম. মুস্তফিজুর রহমান, পি.আর.এস, এ.এল.টি, সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা রোভার। • জনাব শরীফ মোহাম্মদ আরিফ মিহির, উডব্যাজার, কমিশনার, নারায়ণগঞ্জ জেলা রোভার, জাতীয় পুরস্কার প্রাপ্ত যুব-সংগঠক। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল থেকে আমাদের সাথে যুক্ত আছেন: • ড. কে.এম.এ.��ম. সোহেল, এলটি, যুগ্ম-সম্পাদক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল। • প্রফেসর এ.কে.এম. সেলিম চৌধুরী, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন: • জনাব মো. ফসিউল্লাহ্ মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জাতীয় উপ-কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য), বাংলাদেশ স্কাউটস, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, নারায়ণগঞ্জ জেলা রোভার। অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের অফিসিয়াল ফেসবুক পেইজ: Bangladesh Scouts, Rover Regi আজকের অন��ষ্ঠানে থাকছে নারায়ণগঞ্জ জেলা রোভা��ের পক্ষ থেকে বিশেষ পুরষ্কার সেরা কমেন্টকারী এবং সর্বোচ্চ শেয়ারকারী এর জন্য। পুরষ্কার পাওয়ার নিয়মাবলী- ১।গঠন্তান্ত্রিক প্রশ্ন করতে হবে। ২।শেয়ার করতে হবে স্কাউটিং সংশ্লিষ্ট সকল গ্রুপে এবং শেয়ার এর স্ক্রিনশট আমাদের পেজের ইনবক্সে পাঠাতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।
Started Ended
Number of participants
999
Service hours
23976
Topics
Youth Programme
Personal safety
Legacy BWF
Global Support Assessment Tool
Communications and Scouting Profile

Share via

Share