Profile picture for user riya@umme013
Bangladesh

ট্রাফিকের দ্বায়িত্বে সহায়তা

আগস্ট মাসে যখন বাংলাদেশে গণঅভ্যুত্থানের ফলে পুলিশ কর্মবিরতিতে চলে যায়, দেশের বিভিন্ন রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণে চরম সংকট তৈরি হয়। এই সংকটময় পরিস্থিতিতে, আমরা বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা দায়িত্বের সাথে এগিয়ে আসি। দেশের বিভিন্ন মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়ে আমরা যান চলাচল স্বাভাবিক রাখার জন্য কাজ করি। আমাদের এই উদ্যোগের ফলে, যানজট কিছুটা কমে এবং সাধারণ মানুষ তাদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়।

বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সদস্যদের সমন্বয়ে, আমরা নিদিষ্ট ট্রাফিক কন্ট্রোলের জায়গা বেছে নিই। সকাল থেকেই আমাদের কাজ শুরু হয়। আমরা দুই ভাগে ভাগ হয়ে কাজ শুরু করি, যাতে ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রমটি আরও কার্যকর হয়। আমাদের এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে, দেশের মানুষকে ভোগান্তি থেকে রক্ষা করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাই।

দেশের ক্রান্তিলগ্নে সাধারণ মানুষ কিংবা একজন রোভার স্কাউট হিসেবে যে কোনো মুহূর্তে মাঠে নেমে পড়া উচিত। মানুষের সেবা করাই একজন স্কাউটের মূল লক্ষ্য। আমরা স্কাউট প্রতিজ্ঞার মাধ্যমে দেশের সেবা করার শপথ নিয়েছি, এবং সেই শপথ পূরণে সবসময় চেষ্টা করে যাচ্ছি। দেশের মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের সাহায্যে নিজেকে নিয়োজিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

Started Ended
Number of participants
1
Service hours
42
Beneficiaries
15000
Location
Bangladesh
Topics
Clean Energy
Youth Programme
Responsible consumption

Share via

Share