Profile picture for user hasibul2002
Bangladesh

ট্রাফিক যানযোট নিয়ন্ত্রণ 2024

ঈদের সময় সাধারণত বাড়তি চাপ থাকে। যখনই কোনো স্থানে যানজটের বাড়তি ঝামেলা হয়, তখন তা সাধারণ মানুষকে অনেক হয়রানির কারণ হয়। তাদের সুবিধার কথা চিন্তা করে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ। ট্রাফিক ঠিক করার কাজে নেমে পড়ে। এবং আমরা ট্রাফিক পুলিশ কে সাহায্য করি যানযোট দূরীকরণ এ।
বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে এই উদ্যোগ নেওয়া হয়। ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন যানজট ছাড়াই নির্বিঘ্নে চলাচল করছে। এই উন্নতি সাধারণ মানুষের জন্য অনেকটা স্বস্তির হয়েছে। সাধারন মানুষের তাদের কাজগুলি দ্রুত সম্পন্ন করা সহজ হয়েছে।
একজন ব্যক্তি নিজে সচেতনতার মাধ্যমে ট্রাফিক মানতে পারেন এবং অন্য ব্যক্তিকে ট্রাফিক সম্পর্কে সচেতন করে সড়কের নির্দিষ্ট স্থানে উপদেশমূলক বাক্য লাগিয়ে সবাইকে সচেতন করা হলে যানজটের পরিমাণ ধীরে ধীরে কমে আসবে।এবং একটি সুন্দর পরিচ্ছন্ন যানযট মুক্ত শহর গড়ে তুলতে সক্ষম হবো।
Number of participants
1
Service hours
6
Beneficiaries
1000
Location
Bangladesh
Topics
Communications and Scouting Profile
Youth Programme
Better Choice

Share via

Share