Profile picture for user rubayet99
Bangladesh

ট্রাফিক উন্নয়ন কর্মসূচি ২০২৫

রাস্তায় নৈরাজ্য ও অগোছালো পরিবেশ দেখে আমি নিজে থেকেই কিছু করার তাগিদ অনুভব করি। একজন রোভার হিসেবে সমাজের সমস্যার অংশ না হয়ে তার সমাধানের অংশ হওয়ার চেতনাই আমাকে এই প্রকল্পে যুক্ত করে।

"ট্রাফিক উন্নয়ন কর্মসূচি ২০২৫" প্রকল্পটি আমাদের স্কাউট গ্রুপের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে বাস্তবায়ন করা হয়। আমরা বিভিন্ন ব্যস্ত সড়কে যানজট কমানো, পথচারীদের সঠিকভাবে রাস্তা পার করানো এবং যানবাহনের চলাচল সচল রাখার কাজে সহযোগিতা করি। এই কার্যক্রমে সাধারণ মানুষের মাঝে ট্রাফিক সচেতনতা তৈরির জন্য লিফলেট বিতরণ এবং মাইকিং কার্যক্রমও পরিচালনা করা হয়।

এই প্রকল্পের মাধ্যমে আমি শিখেছি—ট্রাফিক ব্যবস্থা উন্নত করা শুধু পুলিশের কাজ নয়, নাগরিক হিসেবে আমাদের সচেতনতাও গুরুত্বপূর্ণ। সময়ের মূল্য, শৃঙ্খলা ও দায়িত্ববোধ এখানে সবচেয়ে বেশি প্রয়োজন।

Started Ended
Number of participants
1
Service hours
20
Beneficiaries
400
Location
Bangladesh
Topics
Civic engagement
Humanitarian action
Youth Engagement

Share via

Share