Profile picture for user one.murtuzasjim_1
Bangladesh

ট্রাফিক সপ্তাহে ট্রাফিক সেবা এবং সচেতনতা কার্যক্রম

রাস্তায় দূর্ঘটনা রোধে আমাদের উচিত সকলকে সচেতন করা, সেই সাথে পথচারী দের রাস্তা পারাপার এবং গাড়িচালক দের বিভিন্ন নির্দেশনা মূলক উপদেশ প্রদান। একজন রোভার হিসেবে ট্রাফিক সপ্তাহে আমাদের কর্তব্য নাগরিক দের এই বিষয়ে সচেতন করা
জাতীয় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে আমরা জেলা ট্রাফিক অফিসের অনুমতি ক্রমে পর্যায় ক্রমে ৮০ জন রোভার সেবা প্রদান করেছি। প্রথমে আমরা বিভিন্ন নির্দেশনা মূলক কোর্স সম্পন্ন করেছি ট্রাফিক পুলিশের অধীনে। আমাদের কাজের সময় আমরা গাড়িচালক দের উল্টোপথে চলা থেকে বারন, পথ চারীদের ফুটপাত ব্যবহার করার জন্য অনুরোধ করছি।
আমাদের এই প্রজেক্ট এর জন্য পথচারী দের মাঝে সচেতনতা তৈরি হয়েছে, ফুটপাত এবং ফুট ওভার ব্রিজ ব্যবহার করা সম্পর্কে সচেতন হয়েছে। যেটা দুর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা রাখবে
আমরা এই প্রজেক্ট এর মাধ্যমে নাগরিকদের সাথে মিশে কমিউনিটি ডেভলপ করতে পেরেছি। সেই সাথে আমরা ট্রাফিক আইন এর বিষয়ে পুরোপুরি জানতে পেরেছি
Started Ended
Number of participants
80
Service hours
3840
Beneficiaries
1000
Location
Bangladesh
Topics
Responsible consumption
Communications and Scouting Profile
Initiatives
Environment and Sustainability

Share via

Share