তীব্র তাপদাহে সরবত বিতরণ কর্মসূচি

বাংলাদেশে গ্রীষ্মকালে তীব্র তাপদাহের সৃষ্টি হয়। এই সময় সাধারণ মানুষের প্রচুর কষ্টের সম্মুখীন হতে হয়। বিশেষ করে যারা পথচারী বা দিন মজুর, তারা এই গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে যায়। তাদের সাময়িক প্রশান্তির লক্ষ্যে আমাদের এই কর্মসূচি।
আমি ও আমার ইউনিটের রোভারেরা একসাথে মিলে এই প্রকল্পটিকে বাস্তবায়ন করি। এই প্রকল্প বাস্তবায়নে ৩০জন রোভার উপস্থিত ছিল।
এই প্রকল্পটি ৫দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। এবং প্রতিদিনই ২০-৩০জন রোভার আমার সাথে থেকে, সাধারন মানুষ ও পথচারীদের মাঝে ঠান্ডা সরবত বিতরণ করি। এই প্রকল্পে আমরা প্রায় ৩৫০জন কে এই সেবা দিতে সক্ষম হই।
মানুষ মানুষের জন্যেই। আমাদের উচিত সবসময় নিজের সর্বোচ্চ দিয়ে মানুষের পাশে থাকা।
Started Ended
Number of participants
30
Service hours
30
Beneficiaries
350
Location
Bangladesh
Topics
Health lifestyles
Humanitarian action
Mental health

Share via

Share