Profile picture for user sk tarak
Bangladesh

তীব্র তাপদাহে পথিকদের শরবত বিতরন কর্মসূচি

তীব্র তাপদাহে জনজীবন অনেক কষ্টকর হয়। এই তীব্র রোদের মধ্যে পথিকদের অনেক পথ পারি দিতে হয়। সূর্যের তীব্র রোদের কারনে দেহে প্রচুর পরিমানে পানির প্রয়োজন হয়। তাই পথিকেদের এই সমস্য়া বিবেচনা করে বিনামূল্য়ে শরবত বিতরন কর্মসূচী গ্রহন করা হয়।

এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য় গ্রুপের স্কাউট সদস্য়দের একত্রিত করে সকলের সাহায্যে একটি বিশাল পাত্রের মধ্যে পানি সংগ্রহ করা হয়। পাত্রের মধ্যে শরবত তৈরির সকল উপাদান যেমন: চিনি,লেবু , রূহ আফযা ইত্য়াদি একত্রিত করে সব মিলিয়ে তৈরি করা হয়। তারপর একটি ভ্যান এর সাহায্যে শরবত সকল পথিকদের বিনামূল্যে বিতরন করা হয়।

আমাদের দেহে প্রচুর পরিমানে পানির প্রয়োজন হয় তাই আমাদের উচিত প্রচুর পরিমানে পানি পান করতে হবে এবং এরকম কর্মসূচী আমাদের প্রতিনিয়ত করা দরকার এতে নতুন করে মনুষ্যত্ববোধের সৃষ্টি হবে। একে অপরের প্রতি বিশ্বাস ও শ্রোদ্ধা বৃদ্ধি পাবে।

Started Ended
Number of participants
1
Service hours
36
Beneficiaries
3000
Topics
Youth Programme
Humanitarian action
Nature and Biodiversity

Share via

Share