তীব্র গরমের সরবত বিতরণ প্রকল্প
বাংলাদেশের গ্রীষ্মকালে অসহ্য উষ্ণতা সৃষ্টি হয়। এই সময়ে সাধারণ মানুষের অনেকে অসহ্যের সম্মুখীন হয়ে যায়। বিশেষত যারা পথচারী বা দৈনিক মজুর, তারা গরমের সহ্য করতে অসমর্থ হয়ে অসুস্থ হতে পারে। তাদের সাময়িক সান্ত্বনা ও সহায়তার উদ্দেশ্যে আমরা এই প্রকল্পটি পরিচালনা করছি।
আমরা সকলে একসাথে, অর্থাৎ ক্রিস্টাল ওপেন স্কাউটসের রোভার দলের সদস্যরা, এই প্রকল্পের বাস্তবায়নে সহযোগিতা করছি। এই প্রকল্পে প্রায় ৫০ জন রোভার সহযোগিতা করেছেন। সাধারণ মানুষ এবং পথচারীদের মাঝে ঠান্ডা জল বিতরণ করে তাদের কষ্ট কমানো হয়েছে। এই প্রকল্পে আমরা প্রায় ৬৫০ জনকে এই সেবা প্রদানের সম্মতি দিয়েছি।
মানুষের জন্যেই এবং মানুষের মাঝে। আমাদের দায়িত্ব সর্বদা নিজের সর্বোচ্চ পর্যায়ে মানুষের পাশে থাকা।