Scout's Own
৯ই জুন,২০১৮ খ্রিষ্টাব্দ
স্কাউটস ওন এবং বার্ষিক ইফতার ও দোয়া মাহ্ফিল রিপোর্ট ২০১৮,
আমরা স্কাউট গ্রুপ, ঢাকা।
গত ৪ই জুন, ২০১৮ খ্রিষ্টাব্দ সোমবার “আমরা স্কাউট গ্রুপ” এর স্কাউটস ওন এবং বার্ষিক ইফতার ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক নাজমা শামস্, সহ-সভাপতি আমরা স্কাউট গ্রুপ, সভাপতি গার্ল-ইন-স্কাউট বিষয়ক জাতীয় কমিটি বাংলাদেশ স্কাউটস। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সনিয়ির সচিব, বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার এবং সভাপতি আমরা স্কাউট গ্রুপ,ঢাকা জনাব ড. মোঃ মোজাম্মেল হক খান। উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার, আমরা স্কাউট গ্রুপের সম্পাদক জনাব এস.এম ফেরদৌস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার, আমরা স্কাউট গ্রুপের নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ মনিরুল ইসলাম খান। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের যুগ্ম-সম্পাদক, আমরা স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার জনাব কে.এম.এ.এম. সোহেল। এছাড়া আরও উপস্থিত ছিলেন আমরা স্কাউট গ্রুপের সহকারী রোভার স্কাউট লিডারগণ, বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, আমরা স্কাউট গ্রুপের সকল রোভার ও স্কাউটরা এবং বিভিন্ন গ্রুপের আমন্ত্রিত অথিতিবৃন্দ।
এবছরের আমরা স্কাউট গ্রুপের স্কাউটস ওন এবং বার্ষিক ইফতার ও দোয়া মাহ্ফিল আয়োজন করা হয় বাংলাদেশ স্কাউটসের ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ের “নিজাম হল”-এ। সকাল ১০ টার ভেতরে আমরা স্কাউট গ্রুপের সকল স্কাউট ও রোভারগণ উক্ত স্থানে উপস্থিত হয়। নিজেদের মধ্যে পূর্ববন্টিত কার্যভার সম্পন্ন করার লক্ষে সবাই কাজ শুরু করে। বাজার টিম বাজারের যাবতীয় রেশন কেনাকাটার জন্য বেরিয়ে পরে। সাজসজ্জা টিম স্পটকে সাজানোর কাজ শুরু করে। রান্না ও পরিবেশন টিম তাদের প্রস্তুতি গ্রহন করে। স্কাউটস ওন পরিচালনা টিম তাদের অনুষ্ঠান সঞ্চালনার কাজ বুঝে নেয়, অংশগ্রহনকারীদের নিয়ে অনুষ্ঠানের মহড়া সম্পন্ন করে এবং আমরা স্কাউট গ্রুপের ৮ বছরের পথচলার বিভিন্ন কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করে। আমরা স্কাউট গ্রুপের বরাবরের মত ভিন্ন ধারার উদ্যোগ “পথশিশু ও এতিমদের নিয়ে ইফতার” ইভেন্ট টিম এবার ৫জন পথশিশু এবং ১৫ জন এতিম শিশুদের নিয়ে পরিকল্পনা গ্রহন করে। পরিকল্পনা অনুযায়ী সকালবেলা ৫ জন পথশিশুকে নিয়ে আসা হয় এবং তাদের নখ কাঁটা, গোসল করানো, নতুন পোশাক পরানো সহ যাবতীয় কাজ সম্পন্ন করা হয়। দুপুর ৪ টার মধ্যে সকল টিমের সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়।
বেলা ৪:১৫ থেকে সকল অথিতিদের আগমন শুরু হয়। বেলা ৪:৩০ টায় স্কাউটস ওনের ব্যাখা এবং উদ্বোধনী বক্তব্য দিয়ে অনুষ্ঠানের শুরু করেন আমরা স্কাউট গ্রুপের সম্পাদক জনাব এস.এম. ফেরদৌস। এরপর পবিত্র কুরআন তেলায়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে স্কাউটস ওনের মূল কার্যক্রম শুরু হয়। এরপর ধারাবাহিকভাবে উপাখ্যান, গজল, হামদ্, নাত-ই-রসূল, মনিষীদের সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করে আমরা স্কাউট গ্রুপের রোভার ও স্কাউটরা। এরপর স্কাউট আইন পাঠ করেন আমরা স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার জনাব জেসমিন আরা বেগম। স্কাউট প্রতিজ্ঞা পাঠ করান আমরা স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার জনাব কে.এম.এ.এম. সোহেল। এ পর্যায়ে এক মিনিট নীরব প্রার্থনা করা হয়। সবশেষে সেদিনের স্কাউটস ওনের মূল্যায়ন করেন আমরা স্কাউট গ্রুপের সভাপতি জনাব ড. মোঃ মোজাম্মেল হক খান।
অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা স্কাউট গ্রুপের দীর্ঘ ৮ বছরের পথচলার বিভিন্ন অর্জন এবং কার্যক্রম নিয়ে তৈরি করা ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ডকুমেন্টারি প্রদর্শন শেষে ৫ জন পথশিশু এবং ১৫ জন এতিমের মাঝে ঈদ উপহার বিতরণ করেন আমরা স্কাউট গ্রুপের সভাপতি জনাব ড. মোঃ মোজাম্মেল হক খান। এরপর ২০১৭ সালের এইচ.এস.সি এবং ২০১৮ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত আমরা স্কাউট গ্রুপের রোভারদের মাঝে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা স্মারক প্রদান করেন আমরা স্কাউট গ্রুপের সভাপতি জনাব ড. মোঃ মোজাম্মেল হক খান। অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে অথিতিদের মধ্য থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার জনাব আমিনুল এহসান খান পারভেজ, বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার জনাব খান মোহাম্মদ পীর-এ-আজম আকমল, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার জনাব কাজী নাজমুল হক নাজু, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার জনাব তৌহিদুল ইসলাম, বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার এবং আমরা স্কাউট গ্রুপের নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ মনিরুল ইসলাম খান, বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার এবং আমরা স্কাউট গ্রুপের সম্পাদক জনাব এস.এম. ফেরদৌস এবং অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক নাজমা শামস। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা স্কাউট গ্রুপের উত্তোরত্তর উন্নতি, সকলের সুস্থতা এবং পরলোকগত আত্মাদের মাগফিরাত কামনা করে দোয়া মাহ্ফিল পরিচালনা করেন আমরা স্কাউট গ্রুপের নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ মনিরুল ইসলাম খান।
মাগরিবের আযান দেয়ার সাথে সাথে ৫ জন পথশিশু, ১৫ জন এতিম এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে আমরা স্কাউট গ্রুপের সদস্যরা একসাথে ইফতারের আয়োজন করে। ইফতারের আয়োজন ছিল অভিজাত, প্রতুল এবং মার্জিত। ইফতার শেষে উক্ত স্থানেই মাগরিবের নামাজ আদায় করে আনুষ্ঠানিকভাবে আয়োজনের সমাপ্তি ঘোষনা করা হয়।
অনুষ্ঠান শেষে আমরা স্কাউট গ্রুপের সদস্যরা আয়োজনের স্থান পরিষ্কার ও গোছানোর কাজ সম্পন্ন করে। এরপর আমরা স্কাউট গ্রুপের সকল সদস্যদের নিয়ে রোভার স্কাউট লিডার জনাব কে.এম.এ.এম. সোহেল এবং জনাব জেসমিন আরা বেগম অনুষ্ঠান পরবর্তি আলোচনায় বসেন। সেখানে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়, এবং ছেলে ও মেয়ে দলের দুই বিদায়ী সিনিয়র রোভার মেট আব্বাস ইবনে আহমেদ লিমন এবং মৌআশা আক্তার হ্যাপী নব নির্বাচিত ছেলে ও মেয়ে দলের দুই সিনিয়র রোভার মেট মোঃ ফরহাদ হোসেন এবং সুমাইয়া আক্তার অবন্তী-র নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করে বক্তব্য প্রদান করেন। আলোচনা শেষে সকলে এই সিদ্ধান্তে উপনীত হন যে, অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এবং সুন্দরভাবে অনুষ্ঠান আয়োজন করার আশা ব্যক্ত করে আলোচনা শেষ করা হয়।