সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
Our Voluteer
      
            সচ্ছলতা এসোসিয়েশনের দাপ্তরিক কার্যালয় প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সানাবিল ফাউন্ডেশন টেক্সাস আমেরিকা ও  সচ্ছলতা এসোসিয়েশন রাজশাহী বাংলাদেশের যৌথ আয়োজনে "SPREAD THE WARMTH " প্রতিপাদ্যে মাসব্যাপী প্রজেক্টের ইভেন্ট সম্পূর্ণ হয়।
এসময় উপস্থিত ছিলেন সচ্ছলতা এসোসিয়েশন এর সহযোগিতা নিয়ে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এবং থ্রি স্টার ওপেন স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট সহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
      
            Quality is the most important.