সুবিধাবঞ্চিত এলাকায় রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি
রাজশাহী জেলার পবা উপজেলার সুতাহাটি গ্রাম একবারে দ্বারিদ্রপীড়িত এলাকা গুলোর মধ্যে একটি। যেখানকার মানুষজন অধিকাংশই অশিক্ষিত। উক্ত এলাকার ছোট বয়স থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরাও তাদের নিজেদের রক্তের গ্রুপ জানতো না। বিষয়টি আমাদের নজরে আসলে রক্তের গ্রুপ নিয়ে কাজ করে এমন দু-একটি সংগঠনের সাথে যোগাযোগ করে ওই এলাকার মানুষদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করার প্রস্তাব রাখি। আর তারা সাথে সাথে আমাদের প্রস্তাবে সাধুবাদ ব্যক্ত করেন এবং আমরা সকলে মিলে উক্ত কার্যক্র্ম টি সফলমন্ডিত করি।
১২ই নভেম্বর ২০২৩ খ্রি. রাজশাহী জেলার হতদরিদ্র গ্রাম সুতাহাটি ,যার অধিকাংশই অশিক্ষিত মানুষ তাদের নিজেদের রক্তের গ্রুপ না জেনেই বিভিন্ন ধরনের ভুল চিকিৎসার সম্মুখীন হতো।আগের দিন যথেষ্ট পরিকল্পনা নিয়ে ওই এলাকার প্রতিটি মসজিদের মাইকে সবাইকে জানিয়ে দেয়া হয়। "সূর্যকিরন সমাজ কল্যাণ সংস্থা"এর সাহায্য, সচ্ছলতা এসোসিয়েশনের কিছু সেচ্ছাসেবী ও আমরা পাঁচ জন রোভার মিলে বিনামূল্যে প্রায় ৩০০ জনের রক্তের গ্রুপ নির্নয় করতে সক্ষম হই। সেদিনের সকলের মুখের হাসি আমাদের কার্যক্রমকে আরো বেগবান করেছিলো।।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচির দ্বারা মানুষের সেবার প্রতিফলন ঘটে।যা একজন রোভার স্কাউট হয়ে উপলব্ধি করা যায়।