সরকারি এম এম কলেজের নবাগত প্রিন্সিপাল স্যারের আগমন এবং ফুলের অভ্যার্থনা অনুষ্ঠান
সরকারি এম এম কলেজ, যশোরের নতুন অধ্যক্ষ হয়েছেন প্রফেসর আব্দুল মজিদ স্যার।
তার প্রথম কর্মদিবসে সরকারি এম এম কলেজ রোভার গ্রুপ ফুলের অভ্যার্থনা জানায়।
এই অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন,সরকারি এম এম কলেজ রোভার গ্রুপের আর এস এল সুজন স্যার,অনুপ স্যার ও গার্ল-ইন-রোভারের লাকি ম্যাম।