Sanitation project
প্রত্যন্ত অঞ্চলে সাস্থ্যসম্মত টয়লেট না থাকায়, এটা নিয়ে কিছু করার চিন্তা ভাবনা শুরু করা হয়।
একদিন সার্ভে করার জন্য সেই সকল এলাকা ভিসিট করা হয়। এবং যেসকল বাসায় আসলেই সাস্থ্যসম্মত টয়লেট নেই, সেগুলো লিস্ট করে তাদের কে মাটি কেটে রাখতে বলা হয়। ৬জন দল গঠন করে, আমরা সেই সকল বাসায় সেনিটাইজেশন জিনিস পত্র দেওয়া হয়।
এতে যারা উপকারভোগি ছিলেন তারা সাস্থ্যসম্মত টয়লেট পেলেন এবং সাথে সেনিটাইজেশন এর জিনিসপত্র পেলেন। কিভাবে সেনিটাইজেশন এর জিনিসপত্র ব্যবহার করতে হয় সেসকল বিষয় গুলো ও অবগত করা হয়।
প্রজেক্ট বাস্তবায়ন করার পর উপকার ভোগীরা খুবি আনন্দিত যা আমাদের কাজের জন্য আরো মোটিভেট করে। শিখতে পারলাম জানতে পারলাম প্রত্যন্ত অঞ্চলে কি ধরনের চেলেঞ্জেস তারা ফেস করে৷ আমাদেত উচিত এভাবে প্রত্যন্ত অঞ্চল গুলোতে এভাবে সার্ভে করা।