Bangladesh

সংকটময় সময়ে ট্রাফিকের দায়িত্ব পালনে সহয়তা

দেশের ক্রান্তিলগ্নে সাধারণ মানুষ কিংবা একজন স্কাউট হিসেবে যে কোনো মুহূর্তে মাঠে নেমে পড়া উচিত। মানুষের সেবা করাই একজন স্কাউটের মূল লক্ষ্য। আমি স্কাউট প্রতিজ্ঞার মাধ্যমে দেশের সেবা করার শপথ নিয়েছি, এবং সেই শপথ পূরণে সবসময় চেষ্টা করে যাচ্ছি। দেশের মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের সাহায্যে নিজেকে নিয়োজিত করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।
অগাস্ট মাসে যখন বাংলাদেশে গণঅভ্যুত্থানের ফলে পুলিশ কর্মবিরতিতে চলে যায়, দেশের বিভিন্ন রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণে চরম সংকট তৈরি হয়। এই সংকটময় পরিস্থিতিতে, আমরা থ্রি স্টার ওপেন স্কাউট , রাজশাহী এর সদস্যরা দায়িত্বের সাথে এগিয়ে আসি। আমাদের এই উদ্যোগের ফলে, যানজট কিছুটা কমে এবং সাধারণ মানুষ তাদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়।
দেশের যেকোন সংকটময় সময়ে একজন স্কাউট এর সদ্যস্য অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ
Started Ended
Number of participants
8
Service hours
10
Beneficiaries
100
Location
Bangladesh
Topics
Peacebuilding
Humanitarian action
Communications and Scouting Profile
SDGS

Share via

Share